জেকেজির আরিফুলের জামিন আবেদন খারিজ

আজ রোববার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান তার জামিন আবেদন খারিজ করেন।

জেকেজির আরিফুলের জামিন আবেদন খারিজ
জেকেজি হেলথ কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল চৌধুরী

প্রথম নিউজ, ঢাকা: জেকেজি হেলথ কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল চৌধুরীর জামিন আবেদন খারিজ করে দিয়েছেন ঢাকার একটি আদালত।

আজ রোববার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান তার জামিন আবেদন খারিজ করেন। ঢাকা মহানগরের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল  এ তথ্য নিশ্চিত করেছেন। জাল করোনা সনদ দেওয়ার মামলায় ১১ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন আরিফুল।

গত ২৩ আগস্ট জেকেজি হেলথ কেয়ারের চেয়ারপারসন ডা. সাবরিনা শারমিন হোসেনের স্বামী আরিফুল চৌধুরী নিম্ন আদালতের দেওয়া ১১ বছরের সশ্রম কারাদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করেন। সাবরিনা এর আগে একই সাজা ঘোষণার পর নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করেছিলেন। ২০২৩ সালের ২৩ জানুয়ারি এই মামলার শুনানির তারিখ নির্ধারণ করেছেন আদালত।

গত ১৯ জুলাই ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেন মামলায় আরিফুল ও সাবরিনাসহ ৬ জনকে ১১ বছরের সশ্রম কারাদণ্ড দেন। রায় অনুসারে, জেকেজি হেলথ কেয়ার স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের অনুমোদন পাওয়ার মাত্র ২ মাস আগে প্রতিষ্ঠিত হয়েছিল। সংশ্লিষ্ট কাজে এই সংস্থার কোনো অভিজ্ঞতা ছিল না। সব নিয়ম লঙ্ঘন করে প্রতিষ্ঠানটি করোনার নমুনা সংগ্রহ করে এবং পরীক্ষা না করেই করোনা সনদ সরবরাহ করে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom