ছেলের অস্ত্রের আঘাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার
রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রথম নিউজ, রাজশাহী: রাজশাহীতে ছেলের অস্ত্রের আঘাতে রুস্তম আলী (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) ভোর ৪টার দিকে বাঘা উপজেলার হরিরামপুর পাড়ায় এ ঘটনা ঘটে।
রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পারিবারিক কলহের জের ধরে বৃদ্ধ রুস্তম আলীকে প্রথমে কিলঘুসি মারেন তার ছেলে শুকুর আলী (৪২)। পরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তার মৃত্যু হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ঘটনার পর থেকে শুকুর আলী পলাতক। আমরা তাকে গ্রেফতারের চেষ্টা করছি। আশা করছি খুব শিগগির তাকে গ্রেফতার করতে পারবো।