ছিনতাইকারীর ছুরিকাঘাতে পাঠাও চালকের মৃত্যু
বন্যা আক্তার জানান, তার স্বামী রাতেই মোটরসাইকেল চালাতেন। ছিনতাইকারীরা তার স্বামীর মোটরসাইকেলটি নিয়ে যাওয়ার জন্য ছুরিকাঘাত করেছে।
প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর মিরপুরের ১৪ নম্বর সেকশনে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত রাইড শেয়ারিং (পাঠাও) চালক সুরুজ আলীর (৪০) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ জুন) ভোর রাতে ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন তার স্ত্রী বন্যা আক্তার।
বন্যা আক্তার জানান, তার স্বামী রাতেই মোটরসাইকেল চালাতেন। ছিনতাইকারীরা তার স্বামীর মোটরসাইকেলটি নিয়ে যাওয়ার জন্য ছুরিকাঘাত করেছে।
পরে লোকজনের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। তবে মোটরসাইকেলটি নিতে পারেননি ছিনতাইকারীরা।
তিনি আরো জানান, পথচারীরা তাকে সেখান থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মিরপুরের কালশি কবরস্থানের পাশে তার ভাড়া বাসায় নিয়ে যান। পরে আমরা তাকে ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতেই তার মৃত্যু হয়। তার পেটে ছুরিকাঘাতের জখম ছিল।
সিরাজগঞ্জ জেলা কাজীপুর উপজেলার নিচিন্তপুর গ্রামের কৃষক মো. ভোলা মিয়া ছেলে। বর্তমানে মিরপুরের ১২ সেকশনে পরিবার নিয়ে থাকতেন। দুই ছেলের জনক ছিলেন তিনি। তার মরদেহটি ঢামেক মর্গে রয়েছে।
কাফরুল থানার ওসি হাফিজুর রহমান জানান, মৃতের স্ত্রী থানায় এসে ঘটনাটি জানিয়েছেন। তবে সঠিক ঘটনাস্থল বলতে পারছেন না। যে স্থানের কথা বলছেন, এর কিছু অংশ ভাষানটেক থানার মধ্যে পড়েছে। আমরা ঘটনাস্থল চিহ্নিত করার জন্য টিম পাঠিয়েছি।