ইসিবি চত্বর-ক্যান্টনমেন্ট এলাকায় রাজউকের উচ্ছেদ অভিযান

এ ছাড়া রাস্তা দখল করে বাড়ি নির্মাণ করায় একটি বাড়ির অবৈধ অংশ ভেঙে ফেলা হয়।

ইসিবি চত্বর-ক্যান্টনমেন্ট এলাকায় রাজউকের উচ্ছেদ অভিযান

প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর ইসিবি চত্বর ও ক্যান্টনমেন্ট এলাকায় নকশাবহির্ভূতভাবে ভবন নির্মাণ করায় অভিযান পরিচালনা করেছে রাজউক। আজ বুধবার দুপুর ১২টা থেকে এ উচ্ছেদ অভিযান চালানো হয়, যা শেষ হয় বিকেল ৪টায়। অভিযানের সময় দুটি বিল্ডিংয়ের অবৈধ অংশ ভেঙে ফেলা হয়। এ ছাড়া রাস্তা দখল করে বাড়ি নির্মাণ করায় একটি বাড়ির অবৈধ অংশ ভেঙে ফেলা হয়।

অভিযান পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট শারমিন আরা। তিনি বলেন, ‘এসব এলাকার বাড়ি মালিকরা রাজউক কর্তৃক নকশা অনুমোদন নিয়েও সে অনুযায়ী ইমারত নির্মাণ করছেন না। আমরা এসব ব্যত্যয়কৃত ইমারত নির্মাণের জন্য বিভিন্ন দণ্ড প্রদান করছি। একই সঙ্গে তারা যেন পরবর্তী সময়ে অনুমোদনকৃত নকশা ব্যত্যয় করে ইমারত নির্মাণ না করেন সে বিষয় সচেতন করছি।

তিনি আরো বলেন, ‘পর্যায়ক্রমে এই এলাকায় সকল ব্যত্যয়কৃত ইমারতের বিরুদ্ধে ব্যবস্থা নেব। একই সঙ্গে ভবন মালিকদের নিয়মাবলি মানার ব্যাপারে সতর্কতামূলক দিকনির্দেশনা দিচ্ছি। এই ভ্রাম্যমাণ আদালত চলমান থাকবে। মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজউক জোন ৩/১-এর অথরাইজড অফিসার মো. হাসানুজ্জামান, ইমারত পরিদর্শক মো. জিল্লুর রহমান। এ সময় রাজউকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।