১৪ ছাত্রলীগ নেতা-কর্মীর বিরুদ্ধে ছাত্র অধিকার পরিষদের মামলা খারিজ
আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে এ আবেদন করেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।
প্রথম নিউজ, ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হামলার ঘটনায় ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের ১৪ নেতা-কর্মীর বিরুদ্ধে ছাত্র অধিকার পরিষদের মামলা দায়ের করার কয়েক ঘণ্টা পরেই তা খারিজ করে দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার দুপুরে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাহ বাদী হয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শফিউদ্দিনের আদালতে মামলাটি দায়ের করেন। তবে, কোনো যুক্তিযুক্ত ভিত্তি না পাওয়ায় মামলাটি খারিজ করেন আদালত। বেঞ্চ অ্যাসিসট্যান্ট গৌতম চন্দ্র দাস এ তথ্য নিশ্চিত করেছেন।
এজাহারে ইয়ামিন উল্লেখ করেছিলেন, গত ৭ অক্টোবর বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে র্যালির আয়োজন করে। ওই কর্মসূচিতে ছাত্রলীগ নেতা-কর্মীরা হামলা চালায়। এতে ১৩ জন আহত হয়।
ছাত্রলীগ নেতা-কর্মীদের মারধরে ২০১৯ সালের ৭ অক্টোবর নিহত হয়েছিলেন আবরার।
মামলার আসামিরা হলেন- মাহবুব খান, আমিনুর রহমান, নাজিম উদ্দিন, ফয়সাল মাহমুদ, রফিকুল ইসলাম বাঁধন, শাকিল মিয়া, তানভীর হাসান সৌকত, রনি মোহাম্মদ, রাহিম সরকার, কামাল উদ্দিন রানা, রুবেল হোসেন, নাহিদ হাসান, কাজী ইব্রাহিম ও আরিফ শাহরিয়ার।আসামিরা সবাই ছাত্রলীগের নেতা। এরমধ্যে একই ঘটনায় মাহবুব ও নাজিম উদ্দিন ছাত্র অধিকার পরিষদের ২৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন। মামলার পর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আকতার হোসেনসহ ২৪ জনকে গ্রেফতার করে পুলিশ। এই ২৪ জনের রিমান্ড শুনানির দিন ২০ অক্টোবর ধার্য করেছেন আদালত।
মামলার আবেদনে বলা হয়েছে, গত ৭ অক্টোবর আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজু ভাস্কর্যে ছাত্র অধিকার পরিষদ স্মরণসভার আয়োজন করে। এরপর রাজু ভাস্কর্য ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্র অধিকার নেতাকর্মীদের ওপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
এদিকে ছাত্রলীগের দুই মামলার অভিযোগ থেকে জানা যায়, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের তৃতীয় বার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে স্মরণসভা ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ছাত্র অধিকারের নেতাকর্মীরা। সেখানে তাদের ওপর হামলা করে ছাত্রলীগ। পরে ঢাকা মেডিকেল কলেজে দ্বিতীয় দফায় হামলা করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় ছাত্রলীগের সহায়তায় এ ২৪ নেতাকর্মীকে আটক করে শাহবাগ থানা পুলিশ। এরপর ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ এনে গত ৮ অক্টোবর তাদের বিরুদ্ধে সংগঠনটির দুই কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন ও আমিনুর রহমান বাদী হয়ে শাহবাগ থানায় দুটি মামলা করেন।
মামলায় গ্রেফতার আসামিরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আকতার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আকরাম হোসেন, মো. সাদ্দাম হোসেন, মো. তসলিম হোসাইন অভি, আব্দুল কাদের, মো. তরিকুল ইসলাম, মামুনুর রশিদ, নাজমুল হাসান, রাকিব, আরিফুল ইসলাম, আসিফ মাহমুদ, তাওহীদুল ইসলাম তুহিন, এইচএম রুবেল হোসেন, ইউসুফ হোসেন, মিজান উদ্দিন, বেলাল হোসেন, ওমর ফারুক জিহাদ, আবু কাউছার, জাহিদ আহসান, মোয়াজ্জেম হোসেন রনি, সানাউল্লাহ, শাহ ওয়ালিউল্লাহ, মো. রাকিব ও সাজ্জাদ হোসেন পারভেজ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews