অসীম কুমার ও অপু উকিলের বিরুদ্ধে রিট খারিজ
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

প্রথম নিউজ, ঢাকা: আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও সংসদ সদস্য অসীম কুমার উকিল এবং তার সহধর্মিণী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান। এর আগে নেত্রকোনা জেলা কৃষক লীগের সভাপতি কেশব রঞ্জন সরকার এ রিট দায়ের করেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক বলেন, এ মামলার রিটকারী হলেন নেত্রকোনা জেলা কৃষক লীগের সভাপতি কেশব রঞ্জন সরকার। রিটকারী ব্যক্তিগত রাজনৈতিক বিষয়ে ক্ষুব্ধ হয়ে একের পর এক আবেদন করেছেন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন। এমনকি বিশেষ জজ আদালতেও আবেদন করেছেন। কিন্তু সে আবেদন এখনো মঞ্জুর হয়নি। সব মিলিয়ে অসিম কুমার উকিল ও অপু উকিলের বিরুদ্ধে করা দুর্নীতির তদন্ত চাওয়া রিট আবেদনটি জনস্বার্থে হয়নি বিধায় তা খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: