ফরিদপুরে স্ত্রী হত্যায় যুবকের মৃত্যুদণ্ড
আজ সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ প্রদীপ কুমার এ রায় দেন। এসময় মামলার অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে।
প্রথম নিউজ,ফরিদপুর: ফরিদপুরে স্ত্রীকে গলাটিপে হত্যার দায়ে মো. সরোয়ার শেখ (৩৫) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ প্রদীপ কুমার এ রায় দেন। এসময় মামলার অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে। মো. সরোয়ার শেখ ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের আলগাপাড়া গ্রামের চুন্নু শেখের ছেলে। পেশায় তিনি ভ্যানচালক।
খালাসপ্রাপ্তরা হলেন- সরোয়ার শেখের মা ছাহেরা বেগম (৫৫), মামা ওবায়দুল শেখ (৪৫) ও আলিয়ার শেখ (৬০)। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী স্বপন পাল জানান, ২০১৭ সালের ৬ জুলাই গৃহবধূ ফরিদার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর ১৩ দিন পর তার মা মর্জিনা বেগম বাদী হয়ে মধুখালী থানায় মামলা করেন।
মামলা এজাহারে জানা যায়, ঘটনার দিন সকালে ফরিদা মোবাইলে মাকে ৫০ হাজার টাকা যৌতুকের জন্য তার স্বামী তাকে মারধর করছে জানায়। পরে বেলা সাড়ে ১১টার দিকে সে গলায় ফাঁস দিয়ে মারা গেছে বলে লোক মারফতে জানতে পারেন। ওই বাড়িতে গিয়ে ফরিদার গলা ফোলা ও কাপড় পেঁচানো দাগ দেখতে পান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত সোমবার মো. সরোয়ার শেখকে মৃত্যুদণ্ড দেন। একই মামলা থেকে তিন আসামিকে খালাস দেওয়া হয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews