ছুটি বাড়ানো হলো মুশফিকের, খেলবেন না ভারতের বিপক্ষে ম্যাচ
প্রথম নিউজ, ক্রীড়া প্রতিবেদক: ছুটি কাটিয়ে আজ সকালেই কলম্বোর উদ্দেশ্যে বিমানে ওঠার কথা ছিল মুশফিকুর রহিমের। সদ্য কন্যা সন্তানের জনক হওয়া মুশফিককে আর শ্রীলঙ্কায় যেতে হচ্ছে না। তার ছুটি বাড়িয়ে দেয়া হয়েছে। যে কারণে শুক্রবার ভারতের বিপক্ষে ম্যাচে তাকে আর পাচ্ছে না বাংলাদেশ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য। সেখানে বলা হয়েছে, নবজাতক এবং তার মায়ের পাশে থাকার জন্যই মূলত বিসিবি থেকে তার বাড়তি ছুটি মঞ্জুর করা হয়েছে।
এশিয়া কাপের মাঝপথে মুশফিক দেশে ফিরে এসেছিলেন তিনি সন্তান প্রসবের সময় স্ত্রীর পাশে থাকতে। এরই মধ্যে সোমবার কন্যা সন্তানের জনক হন তিনি। কথা ছিল আজ সকালে কলম্বো গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন তিনি এবং বিকেলে অনুশীলনে অংশ নেবেন। তার সঙ্গে দেশে ফিরে আসা সাকিব আল হাসান মঙ্গলবার রাতেই দুবাই হয়ে আজ গিয়ে যোগ দিচ্ছেন কলম্বোয় দলের সঙ্গে।
কিন্তু আজ সকালে বিমানে না উঠে বরং, ছুটি বাড়ানোর আবেদন করেন মুশফিক। বিসিবি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুসের বক্তব্য দেয়া হয়েছে। সেখানে তিনি বলেন, ‘মুশফিক আমাদের জানিয়েছে যে, তার স্ত্রী এখনও হাসপাতালে ভর্তি। যদিও সুস্থতার দিকে রয়েছেন। এ অবস্থায় স্ত্রী এবং নবজাতক সন্তানের পাশে তার থাকা প্রয়োজন। আমরা তার পরিস্থিতি পুরোপুরি বুঝতে পেরেছি। এ কারণে সিদ্ধান্ত নিয়েছি, তাকে ভারতের বিপক্ষে ম্যাচটিতে না খেলানোর এবং তার বাড়তি ছুটি মঞ্জুর করার।’