চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গলায় রশি বাঁধা মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গলায় রশি বাঁধা মরদেহ উদ্ধার

প্রথম নিউজ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির গলায় রশি বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ এপ্রিল) বিকালে উপজেলার বাবুপুর-বিশ্বাসপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, বিকালে পদ্মা নদীর কিনারে মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের গলায় রশি পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর মরদেহ নদীতে ফেলা হয়েছিল।
তিনি বলেন, স্থানীয়রা মরদেহটি কার তা শনাক্ত করতে পারেনি। তবে পুলিশ তার পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছে। এ ব্যাপারে দ্রুত আইনি পদক্ষেপ নেয়া হবে।