চাঁদাবাজির অভিযোগে গাইবান্ধা হয়ে রংপুর-রাজশাহীর বাস চলাচল বন্ধ

রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

চাঁদাবাজির অভিযোগে গাইবান্ধা হয়ে রংপুর-রাজশাহীর বাস চলাচল বন্ধ

প্রথম নিউজ, বগুড়া: গাইবান্ধার পলাশবাড়ীতে বাস আটকে চাঁদাবাজির অভিযোগে গাইবান্ধা হয়ে রাজশাহী ও রংপু্র বিভাগের সব বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে পরিবহন মালিক সমিতি।

বুধবার (১৭ জানুয়ারি) রাত ১০টার দিকে রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গাইবান্ধার পলাশবাড়ীতে রংপুর বিভাগে চলাচল করা বাসগুলো আটকে চাঁদাবাজি করছে স্থানীয় শ্রমিক ইউনিয়ন। চাহিদামতো টাকা না দিলে বাসের চালক ও শ্রমিকদের হয়রানি করা হচ্ছে। এজন্য রংপুর বিভাগের পরিবহন মালিক সমিতি গাইবান্ধার ওপর দিয়ে সবধরনের বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে। তাদের সিদ্ধান্তে একাত্মতা জানিয়ে রাজশাহী বিভাগের বাস রংপুর বিভাগে চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিদিন রাজশাহী ও বগুড়া থেকে প্রায় দেড়শ বাস রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যাতায়াত করে। সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বাসগুলোর চলাচল বন্ধ থাকবে বলেও জানান পরিবহন মালিক সমিতির এ নেতা।