চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য আটক

চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য আটক

প্রথম  নিউজ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকা থেকে কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসময় তাদের কাছ থেকে দুটি ছুরি জব্দ করা হয়।

শনিবার (১০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, আটক পাঁচ জন ‘টিন স্কোয়াড’ নামে একটি কিশোর গ্যাংয়ের সদস্য। তারা কোতোয়ালি থানা এলাকায় মারামারি, ছিনতাই, চাঁদাবাজি ও এলাকায় প্রভাব বিস্তার করাসহ নানা অপকর্মে জড়িত। এই গ্যাংয়ের সদস্যরা লোকজনকে প্রাণনাশের হুমকি প্রদান, অস্ত্রশস্ত্র প্রদর্শন ও মাদক সেবন করে।


চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, গত বৃহস্পতিবার (৮ জুন) কোতোয়ালি থানার কদমতলী বিআরটিসি বাসস্ট্যান্ড এলাকা থেকে কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।