চট্টগ্রামে ‌‌‘কালা বাচ্চু’ গ্রুপের ৬ সদস্য আটক

আটকরা হলেন- হৃদয় মিয়া (২৪), মো. জুনায়েদ (১৯), আনোয়ার হোসেন বাছা (২৫), ইসমাইল হোসেন (১৫) ও নুরনবী নাঈম (১৬)।

চট্টগ্রামে ‌‌‘কালা বাচ্চু’ গ্রুপের ৬ সদস্য আটক

প্রথম নিউজ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালিয়ে কালা বাচ্চু গ্রুপের প্রধান ফরহাদ হোসেন ও তার ৫ সহযোগীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় তাদের কাছ থেকে দুটি স্টিলের ছুরি, একটি চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

আটকরা হলেন- হৃদয় মিয়া (২৪), মো. জুনায়েদ (১৯), আনোয়ার হোসেন বাছা (২৫), ইসমাইল হোসেন (১৫) ও নুরনবী নাঈম (১৬)।

আজ বৃহস্পতিবার (১৫ জুন) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, আটকরা নগরের বিভিন্ন এলাকায় মারামারি, ছিনতাই, চাঁদাবাজি ও এলাকায় প্রভাব বিস্তার করাসহ নানা অপকর্মে জড়িত। গত মঙ্গলবার বায়েজিদ বোস্তামী থানার আমিন কলোনী এলাকায় জড়ো হয়। খবর পেয়ে র‍্যাব তাদের আটক করে।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, আটক ৬ জনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।