চট্টগ্রামে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ১০৫
প্রথম নিউজ, চট্টগ্রাম : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১০৫ জন। এতে জেলায় চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৬৯৭ জনে। তবে এ সময়ে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। ফলে মৃতের সংখ্যা ৫৩ জনে অপরিবর্তীত রয়েছে।
বুধবার (৩০ আগস্ট) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, ডেঙ্গু আক্রান্ত হিসেবে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ২৬৫ জন। এরমধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১০৫ জন, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ২৩ জন এবং জেলার অন্যান্য হাসপাতালগুলোতে ১৩৭ জন ভর্তি রয়েছেন।
বছরের শুরু থেকে এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৪৩২ জন।