চাকরির প্রলোভনে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ অভিযুক্ত গ্রেফতার

উপজেলার চর সহরি এলাকার ইব্রাহিম দফাদারের ইবুর বসতঘরে এ ধর্ষণের এই ঘটনা ঘটে। গ্রেফতার রিয়াজ (২০) ডাকুয়া ইউনিয়নের আমীর হোসেন হাওলাদারের ছেলে এবং রাব্বি (২১) গাজী ডাকুয়া ইউনিয়নের আজীজ গাজীর ছেলে।

চাকরির প্রলোভনে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ অভিযুক্ত গ্রেফতার

প্রথম নিউজ,পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপায় চাকরির প্রলোভন দেখিয়ে ১৫ বছরের এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে। বুধবার (২০ জুলাই) সকালে উপজেলার চর সহরি এলাকার ইব্রাহিম দফাদারের ইবুর বসতঘরে এ ধর্ষণের এই ঘটনা ঘটে।

গ্রেফতার রিয়াজ (২০) ডাকুয়া ইউনিয়নের আমীর হোসেন হাওলাদারের ছেলে এবং রাব্বি (২১) গাজী ডাকুয়া ইউনিয়নের আজীজ গাজীর ছেলে। তাদের দুজনের বাড়ি উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আটখালী গ্রামে। রিয়াজ পেশায় মোটরসাইকেলচালক এবং রাব্বি গাজী রাজমিস্ত্রির কাজ করেন।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার হোসেন বলেন, ভিকটিম আসামিদের পূর্ব পরিচিত। ১৭ জুলাই পূর্ব পরিচয়ের সূত্র ধরে ০১নং আসামি ভিকটিমকে চাকরি দেওয়ার কথা বলে ০২নং আসামিসহ লঞ্চে ঢাকায় নিয়ে যান। ঢাকায় পৌঁছালে পরবর্তীতে ভিকটিম চাকরি করবে না বলে জানালে পুনরায় লঞ্চে ঢাকা থেকে পটুয়াখালী আসেন।

পরবর্তীতে পটুয়াখালী থেকে ঘটনাস্থলে নিয়ে আসামি রিয়াজ হাওলাদার ও আসামি রাব্বি গাজী পালাক্রমে ধর্ষণ করেন। ধর্ষণ শেষে ভিকটিমকেসহ আসামিরা হরিদেবপুর আসার সময় ভিকটিম কৌশলে নিমাই চন্দ্র দাসের বাড়িতে গিয়ে ঘটনা জানালে স্থানীয় ইউপি সদস্য পুলিশে খবর দেয়। তাৎক্ষণিকভাবে পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় অভিযুক্ত রিয়াজ হাওলাদার ও রাব্বি গাজীকে গ্রেফতার করে।

ওসি আরও জানান, ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। বৃহস্পতিবার ভিকটিমের শারীরিক পরীক্ষা সম্পন্ন করা হবে এবং আসামিদের আদালতে পাঠানো হবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom