গুলিস্তানে বিকল্প অটো পরিবহনের বাসে আগুন
প্রথম নিউজ, ঢাকা : বিএনপি-জামায়াতের টানা ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর গুলিস্তান এলাকায় বিকল্প অটো পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (৬ নভেম্বর) দুপুর ২টা ৫ মিনিটে গুলিস্তান বঙ্গবন্ধু স্কয়ার হল মার্কেটের সামনে বাসটিতে আগুন দেওয়া হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। এতে কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
বিকল্প অটো পরিবহনের বাসটি মিরপুর থেকে ফার্মগেট হয়ে গুলিস্তান রুটে চলাচল করে।