প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। নিয়মিত নাটকে দর্শকদের উপহার দিয়ে যাচ্ছেন ভিন্নধর্মী কাজ। প্রায় প্রতিটি উৎসবে তার অভিনয়ে নির্মিত হয় নতুন গল্পের নাটক। তারই ধারাবাহিকতায় এবারের ভ্যালেন্টাইনে দর্শকদের জন্য সুখবর নিয়ে আসছেন তিনি। এই বিশেষ দিনটির জন্য নির্মিত ‘অন্তহীন’ নাটকের শুটিং করেছেন তিনি। মুহাম্মদ মিফতাহ আনানের রচনা এবং পরিচালনায় নির্মিত হয়েছে নাটকটি। ভালোবাসার ভিন্ন এ গল্পে দেখা যাবে, নয়ন বিস্তীর্ণ সরিষা ক্ষেতের মধ্যে ছুটে চলেছে এক অপরূপ সুন্দরীর পেছনে। তার মুখে সুখের হাসি, যখনই মেয়েটার কাছে এসে মুখ দেখতে যাবে, তখনই নয়নের বাবা ঘুম থেকে ডেকে তোলে। বাস্তবে নয়, এটা নয়নের নিত্যকার স্বপ্ন। আর প্রতিদিন স্বপ্নের ঠিক এই মুহূর্তে তার বাবা ঘুম ভেঙে দেয়।
ঘুম থেকে জেগে সেই স্বপ্নের মেয়েটাকে খুঁজতে চেষ্টা করে। একটা সময় খুঁজেও পায় তাকে। এ নাটকে সুন্দরী মেয়ের চরিত্রে অভিনয় করেন তানজিন তিশা। আর নয়ন চরিত্রে দেখা যাবে তৌসিফ মাহবুবকে। নাটক প্রসঙ্গে তানজিন তিশা বলেন, গল্প ও চরিত্র ভালো লাগলে কাজ করতে খুবই আনন্দ পাই। এমনই একটি গল্পের নাটক এটি। আমার বিশ্বাস এটি সবার পছন্দ হবে। নাটকটি ১৪ই ফেব্রুয়ারি সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন।