উরফিকে প্রথমবার পুরো শরীরঢাকা পোশাকে দেখলেন ভক্তরা!
প্রথম নিউজ, ডেস্ক : বিমানবন্দরে উরফি জাভেদ। এমন একটি বাক্যের পরই আগ্রহী হয়ে পড়েন ভক্তরা। প্রশ্ন জাগে, এবার কোন স্টাইলের পোশাক পরেছেন উরফি? তবে যে স্টাইলের পোশাকই তিনি পরুন না কেন, ভক্তরা জানেন- উরফির পছন্দ খোলামেলা পোশাকে থাকা।
কখনো পিঠ খোলা পোশাক, কখনো সেফটি পিন দিয়ে বানানো জামা। কখনো আবার নিজের ছবি দিয়ে পোশাক তৈরি করে শরীর ঢেকেছেন তিনি, যা সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনার তৈরি করেছে।
তবে প্রথমবার উরফিকে সম্পূর্ণ শরীরঢাকা পোশাকে দেখেছেন ভক্তরা। যারা উরফি সম্পর্কে জানেন, তারা তাকে দেখে রীতিমতো চমকে উঠেছেন! কেউ কেউ আবার দিনটিকে ক্যালেন্ডারে লাল কালি দিয়ে গোল করে রাখার ইচ্ছে প্রকাশ করেছেন।
উরফিকে মুম্বাইয়ের বিমানবন্দরে দেখা গেছে নতুন রূপে। পরনে লম্বা ঢিলেঢালা হাতাকাটা পোশাক। তার ওপরে চাপিয়েছেন ডেনিমের জ্যাকেট। মুখে নেই রূপটান। চুল বাঁধা অগোছালো করে।
পাপারাজ্জিদের সামনে আসতেই মুখ ঢেকে ফেলেন উরফি। মুখ ঢেকেই পাপারাজ্জিদের সঙ্গে গল্প করতে করতে গেটের দিকে এগোতে থাকেন তিনি।
জানা গেছে, মাথায় তেল নিয়ে রওনা দেন উরফি। একদম সাজগোজ করেননি বলেই ক্যামেরা থেকে দূরে পালাচ্ছেন তিনি। কিন্তু হঠাৎ রূপ বদলে ফেলার কারণ কী, তার উত্তর মেলেনি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews