গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার টুয়েলভে বাংলাদেশের গ্রুপে জিম্বাবুয়ে

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার টুয়েলভে বাংলাদেশের গ্রুপে জিম্বাবুয়ে
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার টুয়েলভে বাংলাদেশের গ্রুপে জিম্বাবুয়ে

প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক : আইসিসি টি২০ বিশ্বকাপে শেষ দল হিসেবে সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে জিম্বাবুয়ে।  গ্রুপ বি-তে স্কটল্যান্ডের দেওয়া ১৩৩ রান টপকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে জায়গা করে নিয়েছে জিম্বাবুয়ে। তারা এখন সুপার টুয়েলভে গ্রুপ-২ এ বাংলাদেশের গ্রুপে খেলবে। গ্রুপ ২-এ বাংলাদেশের সঙ্গে রয়েছে ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকা। এবারের বিশ্বকাপের সুপার টুয়েলভে জায়গা করে নেওয়ার মাধ্যমে জিম্বাবুয়ে প্রথমবারের মতো টি২০ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিল।এর আগে হোবার্টের বেলেরিভ ওভালে গ্রুপ পর্বের বাঁচা-মরার লড়াইয়ে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন স্কটল্যান্ড অধিনায়ক রিচি বেরিংটন। পুরো  ২০ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে মাত্র ১৩২ রান তুলতে সমর্থ হয় স্কটিশরা। জিম্বাবুইয়ান বোলারদের বিরুদ্ধে সুবিধা করতে না পারায় অল্পতেই থামতে হয় তাদের। 

এরপর ৫ উইকেট হারিয়ে ১৮.৩ ওভার খেলেই এ রান টপকে যায় জিম্বাবুয়ে। ম্যাচটিতে জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ রান আসে অধিনায়ক এরভিনের ব্যাট থেকেই। তিনি ৫৪ বল খেলে ৫৮ রান করেন। অন্য দিনগুলোর মতো এদিন উজ্জ্বল ছিলেন সিকান্দার রাজাও। তিনি ২৩ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলে দলের জয় ত্বরান্বিত করেন। ম্যাচটিতে স্কটল্যান্ডের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট তুলে নেন জস ডেভি। তিনি তিন ওভার বল করে ১৬ রানে উইকেট দুটি তুলে নেন।এর আগে প্রথমে ব্যাট করতে নামা স্কটল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন ওপেনার জর্জ মানসে। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান আসে ক্যালাম ম্যাকলয়েডের ব্যাট থেকে। ম্যাচটিতে জিম্বাবুয়ের হয়ে দুটি করে উইকেট তুলে নেন তেন্দাই চাটারা এবং রিচার্চ নাগারাভা। তেন্দাই চার ওভার বল করে এক ওভার মেডেনও দেন। তিনি রান খরচ করেন মাত্র ১৪। নাগারাভা ২৮ রান দিয়ে দুটি উইকেট তুলে নেন।

 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom