গুরুতর অসুস্থ কোচ, নতুন কোচের খোঁজে আফগানিস্তান

আপাতত অন্তর্বর্তীকালীন হিসেবে দায়িত্ব পালন করছেন রইস খান আহমদজাই

 গুরুতর অসুস্থ কোচ, নতুন কোচের খোঁজে আফগানিস্তান
গুরুতর অসুস্থ কোচ, নতুন কোচের খোঁজে আফগানিস্তান-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : গুরুতর অসুস্থ প্রধান কোচ গ্রাহাম থর্প। সহসাই তার সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই। যার ফলে নতুন একজন প্রধান কোচের সন্ধানে রয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আপাতত অন্তর্বর্তীকালীন হিসেবে দায়িত্ব পালন করছেন রইস খান আহমদজাই।

এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের উদীয়মান শক্তিশালী দেশগুলোর অন্যতম আফগানিস্তান। রশিদ খান, মোহাম্মদ নবিরা নিজেদের দিনে যে কোন বড় দলের বিরুদ্ধে ম্যাচের রঙ বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। দক্ষিণ আফ্রিকান সাবেক অলরাউন্ডার ল্যান্স ক্লুজনারের পর তাদের স্থায়ী কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল সাবেক বাঁ-হাতি ইংলিশ ব্যাটার গ্রাহাম থর্পকে।

ইংল্যান্ডের দায়িত্ব ছাড়ার পর আফগানিস্তানের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন থর্প। তবে দায়িত্ব নেওয়ার কয়েকদিন পরই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন তিনি।

প্রসঙ্গতঃ চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত থর্প ইংল্যান্ডের ব্যাটিং কোচের দায়িত্বে ছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাশেজ সিরিজে ৪-০ ব্যবধানে হারের পর তিনি ইংল্যান্ডের কোচের পদ থেকে সরে দাঁড়ান।

এরপর গত মার্চে রশিদ খানদের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেন সাবেক এই ইংলিশ ক্রিকেটার। তবে অসুস্থতার কারণে কারণেই সর্বশেষ জিম্বাবুয়ে সফরেও ছিলেন না থর্প।

রইস খান আহমদজাইয়ের অধীনেই জিম্বাবুয়ে সফরে তিনটি করে ওয়ানডে ও টি-২০ খেলেছে আফগানিস্তান। সব ম্যাচেই জয় পেয়েছেন রশিদ খানরা। অগস্টের প্রথম সপ্তাহে আয়ারল্যান্ড সফরে যাওয়ার কথা রয়েছে আফগানদের। এর আগেই নতুন হেড কোচ নিয়োগ করতে উদ্যোগী রশিদ খানদের দেশের ক্রিকেট বোর্ড। আইরিশদের বিপক্ষে পাঁচটি টি-২০ খেলবেন রশিদ খানরা।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom