গরু নিয়ে ঝগড়ার সময় বড় বোনকে কুপিয়ে হত্যা
বুধবার (৬ সেপ্টম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার ফাঁসিয়াখালী ইউপির ৩ নম্বর ওয়ার্ড বগাইছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
প্রথম নিউজ, বান্দরবান: বান্দরবানের লামায় গরু ভাগাভাগি নিয়ে বড় বোনকে কুপিয়ে হত্যা করেছেন সৎ ভাই শহর আলী (২৩) নামে এক যুবক।
বুধবার (৬ সেপ্টম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার ফাঁসিয়াখালী ইউপির ৩ নম্বর ওয়ার্ড বগাইছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোছাম্মদ শামসুন্নাহার বেগম ওই এলাকার মৃত সৈয়দ আহম্মদের মেয়ে। এই ঘটনায় শহর আলী (২৩) ও তার মা শাকেরা বেগমকে (৫০) আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, ঘরের একটি গরু ভাগাভাগি নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে সৎ ভাই শহর আলী কুপিয়ে গুরুতর আহত করেন শামসুন্নাহারকে। স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে পার্শ্ববর্তী চকরিয়া হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে শামসুন্নাহারের সৎ মা ও ভাইকে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ জানান, এই ঘটনায় নিহতের সৎ মা ও ভাইকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।