তাসপিয়ার বাবাকে হত্যার হুমকি

চিরকুটে আগ্নেয়াস্ত্রের ছবি দিয়ে লেখা- ‘আমরা মাত্র একজন খেয়েছি বাকি খেলা সামনে হবে’ এবং ‘বোয়াডারের (বর্ডারের) কাছে আছি আবার খেলা হবে ১দিন।

তাসপিয়ার বাবাকে হত্যার হুমকি

প্রথম নিউজ, নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে বাবার কোলে দুর্বৃত্তদের গুলিতে নিহত শিশু তাসপিয়ার বাবাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে ঘরের সামনের অস্ত্রের ছবিতে চিরকুট লিখে এ হুমকি দেওয়া হয়।

চিরকুটে আগ্নেয়াস্ত্রের ছবি দিয়ে লেখা- ‘আমরা মাত্র একজন খেয়েছি বাকি খেলা সামনে হবে’ এবং ‘বোয়াডারের (বর্ডারের) কাছে আছি আবার খেলা হবে ১দিন। তাসপিয়ার বাবা প্রবাসী আবু জাহের হুমকির বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে ঘুম থেকে উঠে ঘরের সামনে চিরকুটগুলো পাই। খুনিরা আমার মেয়ের জীবন নিয়ে শান্ত হননি। তারা আমাদের পরিবারসহ সমূলে নিশ্চিহ্ন করতে চায়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন জানায়, এসব এখন তৃতীয় পক্ষদের উস্কানিতে হচ্ছে। তারা তাসপিয়া হত্যাকাণ্ড নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। হত্যাকারীরা এলাকা ছাড়া তাহলে এসব করছে কে? স্থানীয়দের দাবি, খুনিরা যদি বর্ডারের (সীমান্তে) কাছে হয়। তাহলে চিরকুটগুলো রেখে গেলো কে? এখানে ব্যক্তিগত বিরোধে অনেকে নিজেদের স্বার্থ উদ্ধারের পাঁয়তারা করছে। প্রশাসনকে এসব বিষয়ে নজরদারি বাড়ানো উচিত।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, বিষয়টি আমাদের জানা নাই। তবে বাদীপক্ষ বা ভুক্তভোগীরা কোনো অভিযোগ দিলে সেটি খতিয়ে দেখা হবে। এ ঘটনায় মামলার ১৭ আসামির মধ্যে প্রধান আসামি রিমনসহ নয়জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে।

এর আগে ১৩ এপ্রিল (বুধবার) বিকেল সাড়ে ৪টায় বেগমগঞ্জের পূর্ব হাজীপুর গ্রামের মালেকার বাপের দোকানের সামনে জমির মাটি কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। এসময় সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। শিশুসন্তান তাসপিয়াকে কোলে নিয়ে ঘটনাস্থলে ছিলেন প্রবাসী জাহের। গুলিতে তিনিসহ তার শিশুকন্যা তাসপিয়া গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে নোয়াখালী থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে রাত সাড়ে ৮টায় শিশু তাসপিয়া মারা যায়।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom