চট্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন

বৃহস্পতিবার (১৬ জুন) রাত আটটার দিকে ইছানগর এলাকায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন
নিহত স্বেচ্ছাসেবক নেতা রমজান আলী

প্রথম নিউজ, চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলীতে উপজেলা স্বেচ্ছাসেবক নেতা রমজান আলী (৩৫) ছুরিকাঘাতে নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুন) রাত আটটার দিকে ইছানগর এলাকায় এ ঘটনা ঘটে।  কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ। নিহত রমজান ইছানগর পাথরঘাটা বাদশা ফকিরের বাড়ির বাদশা ফকিরের ছেলে। তিনি কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পাঠাগার সম্পাদক ছিলেন বলে জানা গেছে। 

স্থানীয়রা জানান, বুধবার কর্ণফুলী থানার চরপাথরঘাটা ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। রমজান নির্বাচনে পরাজিত মেম্বার প্রার্থী ইসহাকের অনুসারী ছিলেন।  নির্বাচনে জয়ী সাইদুল হক মেম্বারের কয়েকজন অনুসারী আজ (বৃহস্পতিবার) রাতে রমজানকে মারধর ও ছুরিকাঘাত করেন। 

পরে গুরুতর আহত অবস্থায় রমজানকে উদ্ধার করে রাত ৮টা ৫০ মিনিটের দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ  (চমেক) হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা আছে। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, ইছানগর এলাকায় ছুরিকাঘাতে একজন খুন হয়েছেন। আমরা ঘটনাস্থলে আছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom