গোবিন্দগঞ্জে অটোচালকের লাশ উদ্ধার
ছুরিকাঘাতে নিহত এক অটোচালকের মৃতদেহ উদ্ধার করেছে
প্রথম নিউজ, ডেস্ক : গাইবান্ধার গোবিন্দগঞ্জে আজ সকালে সরদার হাট রোডে ছুরিকাঘাতে নিহত এক অটোচালকের মৃতদেহ উদ্ধার করেছে। নিহতের নাম মোজাম্মেল হক মোজাম । তার বাড়ি বগুড়ার শিবগঞ্জে হলেও তিনি পরিবার নিয়ে ভাড়া থাকতেন গোবিন্দগঞ্জের প্রধান পাড়ায়।
গোবিন্দগঞ্জ থানার ওসি এজার উদ্দিন জানান, রাতের কোন এক সময় অটো নিয়ে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তরা পথে তার অটোতে যাত্রী বেশে উঠে পড়ে । এসময় নির্জন স্থানে এলে ছিনতাইকারীরা পেছন থেকে তাকে ছুরিকাঘাত করে। তারপর তারা তাকে রাস্তার পাশে ফেলে অটো রিক্সাটি নিয়ে যায়। আজ সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews