গাজায় যুদ্ধের মাঝে ৫৫ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিল ইসরাইল

প্রথম নিউজ, ডেস্ক : গাজায় চলমান যুদ্ধের মাঝে আটক ৫৫ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরাইল সেনাবাহিনী। মুক্তি পাওয়া বন্দিদের মধ্যে রয়েছেন আলোচিত আল শিফা হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আবু সেলমিয়াও। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে এই খবর দিয়েছে আল আরাবিয়্যাহ।
গতবছরের নভেম্বরে আল শিফা হাসপাতালে অভিযান চালিয়ে জোরপূর্বকভাবে আবু সেলমিয়াকে তুলে নিয়ে যায় ইসরাইলি বাহিনী। ৭ অক্টোবর থেকে চলমান নির্বিচার হত্যাযজ্ঞে ইসরাইলি বর্বরতা থেকে রক্ষা পাচ্ছেন সেবাপ্রদানকারী হাসপাতালও। যুদ্ধবিধ্বস্ত উপত্যকার হাসপাতালগুলো বিভিন্ন সময় বোমা হামলা চালিয়েছে ইসরাইল।
ইসরাইলি সেনাবাহিনীর অভিযোগ, হাসপাতালে ছদ্মবারণে কার্যক্রম চালিয়ে আসছে হামাস। ইহুদিবাদী দেশটির সন্দেহ, হাসপাতালকে সামরিক আস্তানা এবং টানেলের কাজে ব্যবহার করছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা।
আল আরাবিয়্যাহ তাদের প্রতিবেদনে জানিয়েছে, মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের মধ্যে রয়েছেন আরো এক স্বাস্থ্য কর্মকর্তা। দক্ষিণ গাজার আল নাসের হাসপাতালের পরিচালক নাহেদ আবু তাইমাও মুক্তি দিয়েছে ইসরাইল।
মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের অভিযোগ, তাদের প্রতিদিন শারীরিক ও মানসিক।নির্যাতনের শিকার। তাদের অনেককে আল-আকসা এবং আল নাসের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা বলছে, ইসরাইলি অভিযানের কারণে বেশ কয়েকটি হাসপাতাল বন্ধ করে দিতে হয়েছে। কোনো কোনো হাসাপাতালে পরিষেবা হ্রাস করতে বাধ্য করতে হচ্ছে। অভিযানের মুখে বেসামরিক নাগরিকদের সেবা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো।