গাজীপুরে শ্রমিক নিহতের খবরে সড়ক অবরোধ
এসময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অবরোধের কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।
প্রথম নিউজ, গাজীপুর: গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাইক্রোবাস চাপায় এক পোশাক শ্রমিক নিহতের খবরে উত্তেজিত সহকর্মী শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এসময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অবরোধের কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।
গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (ট্রাফিক) অশোক কুমার পাল জানান, সোমবার সকাল ৮টার দিকে ময়মনসিংহগামী একটি হাইয়েস মাইক্রোবাস ভোগড়া বাইপাস এলাকায় কলম্বিয়া গার্মেন্টসের সামনে সড়ক পারাপারের সময় এক পথচারীকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এদিকে, আহত ওই পথচারী পোশাক শ্রমিক মারা গেছেন- এমন দাবি করে আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এসময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত শ্রমিকের সড়ক থেকে সরিয়ে দিলে আধ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। মাইক্রোবাসটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। তবে আহত ওই পথচারীর বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews