গাজীপুরে যমুনা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল
জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে
প্রথম নিউজ, জামালপুর : জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। পরে বিকল্প ইঞ্জিন দিয়ে ট্রেনটিকে ঘটনাস্থল থেকে জয়দেবপুর স্টেশনে আনা হয়েছে।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটে জয়দেবপুর স্টেশন ছেড়ে যায় ঢাকাগামী যমুন এক্সপ্রেস। ধীরাশ্রম স্টেশন ও জয়দেবপুর স্টেশনের মাঝামাঝি জায়গা গাজীপুর মহানগরের ছোট দেওরা এলাকায় পৌঁছালে অবস্থায় ইঞ্জিনটি বিকল হয়ে যায়।
এরপর থেকে ঢাকাগামী লাইনে ট্রেন চলাচল সাময়িক বন্ধ ছিল। তবে বিকল্প রেলপথ (ডাবল লাইন) থাকায় ট্রেন চলাচলে কোন বিঘ্ন হচ্ছে না। এসব তথ্য নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. রেজাউল করিম।
তিনি জানান, ঢাকা থেকে বিকল্প ইঞ্জিন এসে যমুনা এক্সপ্রেসের ট্রেনকে ঢাকার দিকে নিয়ে যাবে। এ ব্যাপারে ঢাকার কমলাপুরে যোগাযোগ করা হচ্ছে। ট্রেনটির ইঞ্জিন জয়দেবপুর এবং ধীরাশ্রম স্টেশনের মাঝামাঝি বিকল হয় যাওয়ায় আপাতত অন্য একটি ট্রেনের ইঞ্জিন দিয়ে বিকল হয়ে যাওয়া ট্রেনটিকে জয়দেবপুর স্টেশনে নিয়ে আসা হয়েছে। এখন দুই লাইনেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: