গাজীপুরে বাসের পেছনে বাইকের ধাক্কা, ব্যবসায়ী নিহত
শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রথম নিউজ, গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন তেলিপাড়া এলাকায় বাসের পেছনে মোটরসাইকেলের ধাক্কা লেগে রাব্বি (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাব্বি গাজীপুর সিটি করপোরেশনের খরতৈল এলাকার দিদারুল দেওয়ানের ছেলে। তিনি বোর্ডবাজার এলাকায় গ্লাস অ্যান্ড থাই অ্যালুমিনিয়ামের ব্যবসা করতেন।
গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, সকালে রাব্বি সালনা এলাকা থেকে মোটরসাইকেল চালিয়ে বোর্ডবাজার যাচ্ছিলেন। এক পর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় পৌঁছালে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বিকল বাসের পেছনে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।