শেরপুরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১
এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

প্রথম নিউজ, শেরপুর: শেরপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শেখবর আলী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। বুধবার (২৩ মার্চ) সন্ধ্যায় শেরপুরের শ্রীবরদী উপজেলার পশ্চিম হালুয়াহাটি এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন; একই গ্রামের মৃত জমশেদ আলীর ছেলে শরাফত আলী (৭০) ও মোফাজ্জলের ছেলে মাহফুজ (৩০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শ্রীবরদি উপজেলার হালুয়াহাটি গ্রামের জজ মিয়া, জিকু মিয়াদের সঙ্গে শেখবরদের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। পূর্ব বিরোধের জেরে বুধবার (২৩ মার্চ) সন্ধ্যায় দেশীয় অস্ত্র নিয়ে জজ মিয়া, জিকু মিয়াসহ কয়েকজন শেখবরদের বাড়িতে হামলা করেন। এতে ঘটনাস্থলেই শেখবর আলী মারা যান। আহত হন মাহফুজ ও শরাফত আলী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে।
এ বিষয়ে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক ডা. সোবহান আল সাঈদ বলেন, শেখবরকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। আহত শরাফত আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews