আমার বাবা জিয়াউর রহমানকে সন্তানের মতো দেখেছেন : কাদের সিদ্দিকী

আমার বাবা জিয়াউর রহমানকে সন্তানের মতো দেখেছেন : কাদের সিদ্দিকী

প্রথম নিউজ, টাঙ্গাইল  : কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, স্বাধীনতার নেতা বঙ্গবন্ধু। আমরা তাকে ছাড়তে পারি না। যে যাই বলুক বরং আওয়ামী লীগ ঠিক লাইনে নেই। বঙ্গবন্ধু কৃষক শ্রমিক আওয়ামী লীগ করেছিলেন। আওয়ামী লীগকে কবর দিয়ে বঙ্গবন্ধু কবরে গিয়েছেন। 

গতকাল শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটিতে নিজের জন্মস্থানে পরিবারের সদস্যদের নিয়ে বাবা-মায়ের কবর জিয়ারতের আগে তিনি এসব কথা বলেন।

বড় ভাই আব্দুল লতিফ সিদ্দিকীর উদ্দেশ্যে কাদের সিদ্দিকী বলেন, জীবনের শুরু যেটা দিয়ে সেই শুরুকে যাওয়ারকালে কলঙ্কিত কইরেন না। আল্লাহর ওপর ভরসা করুন। আমাদের সামনে বিকল্প নেই। 

তিনি আরও বলেন, জিয়াউর রহমানকে দেখতে পারতেন না বড় ভাই লতিফ সিদ্দিকী। তবে আমার বাবা জিয়াউর রহমানকে দেখতে পারতেন। কারণ তৎকালীন সময়ে বাবার যখন পা ফোলা ছিল, তখন জিয়াউর রহমান গিয়ে পা টিপতেন। আমাদের পরিবারে কিন্তু কৃতজ্ঞতাবোধ আছে। জিয়াউর রহমান প্রেসিডেন্ট থাকাকালীন আমার বাবা কোর্টে যাচ্ছিলেন। ঠিক ওই সময়ে টাঙ্গাইল শহরের কুমুদিনী কলেজের সামনে বাবাকে দেখে জিয়াউর রহমান গাড়ি থেকে নেমে তার পায়ে হাত দিয়ে সালাম করেছিলেন। এসব কারণে আমার বাবা জিয়াউর রহমানের খারাপ কথা শুনতে পারতেন না। শেষ দিন পর্যন্ত জিয়াউর রহমানকে তিনি সন্তানের মতো দেখেছেন।

কাদের সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধুকে নিরাপদ করতে হলে, রাজনীতিতে বঙ্গবন্ধুকে মুছে ফেলার যে প্রচেষ্টা সেটাকে প্রতিহত করতে হলে শেখ হাসিনাকে সহযোগিতা করতে হবে।

এ সময় কাদের সিদ্দিকীর বড় ভাই সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, সাবেক প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী কায়সার, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা, সদস্য শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর সহধর্মিণী লায়লা সিদ্দিকী, বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর সহধর্মিণী নাসরিন সিদ্দিকী, মেয়ে কুড়ি সিদ্দিকীসহ কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।