গাজীপুরে পার্লার মালিক স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

বুধবার সকালে গাজীপুর পোড়াবাড়ি র‌্যাব-১ এর কোম্পানি কান্ডারের কার্যালয়ে প্রেস ব্রিফিং করে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানি কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম।

গাজীপুরে পার্লার মালিক স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

প্রথম নিউজ, গাজীপুর: পারিবারিক কলহ ও পরকীয়া সন্দেহের কারণে স্বামী কর্তৃক স্ত্রী হত্যার পরিকল্পনাকারী ও মূলহোতা স্বামী মিঠুন চন্দ্র ঘোষ ওরফে মৃদুল হাসানকে পাবনা থেকে অভিযান চালিয়ে আটক করেছে র‌্যাব-১ । বুধবার সকালে গাজীপুর পোড়াবাড়ি র‌্যাব-১ এর কোম্পানি কান্ডারের কার্যালয়ে প্রেস ব্রিফিং করে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানি কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম।

কোম্পানি কমান্ডার জানান, গত ৪ঠা জুন রাত সাড়ে ১০টায় জিএমপি সদর থানাধীন আদাবৈ এলাকায় রাজকন্যা বিউটি পেছনে হাত পা ও মুখ এবং কাঁথা দিয়ে মুখ পেঁচানো অবস্থায় মেঝেতে উপুড় হয়ে পড়ে থাকা রুবিনা আক্তার নামে এক নারীর মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ।

এ ঘটনায় অভিযুক্ত স্বামী পালিয়ে যায়। পরে র‌্যাব-১ গাজীপুরের একটি অভিযানিক দল তথ্য প্রযুক্তি সহায়তায় গত ৬ই জুন রাত ৮টায় পাবনা সদর থানাধীন বাবলুর বাসায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। এর আগে এই হত্যায় সহযোগী সন্দেহে সুমা রানী ঘোষ ও রাকিব নামে দুজনকে আটক করে জিএমপি সদর থানা পুলিশ। ভিকটিম রুবিনা আক্তার গাজীপুর সদর উপজেলার আদাবৈ এলাকার সালাম তালুকদারের মেয়ে।