গাজীপুরে আজও শ্রমিক বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

শনিবার সকাল থেকে ব্যস্ততম এ সড়ক অবরোধ করে রেখেছেন তারা।

গাজীপুরে আজও শ্রমিক বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

প্রথম নিউজ, গাজীপুর: গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে তৃতীয় দিনের মতো শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। শনিবার সকাল থেকে ব্যস্ততম এ সড়ক অবরোধ করে রেখেছেন তারা। মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ওই মহাসড়কে চলাচলকারীরা। হেঁটে গন্তব্যে যাচ্ছেন অনেকে।

নগরীর মালিকের বাড়ি এলাকার ‘টিএনজেড গ্রুপের’ ছয়টি পোশাক কারখানার শ্রমিকরা গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে এ বিক্ষোভ করছেন। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, ‘রোববার সন্ধ্যায়ও কারখানা কর্তৃপক্ষ বকেয়া বেতন পরিশোধ করতে পারেনি। বেতন না পেয়ে শ্রমিকরাও মহাসড়ক ছাড়তে রাজি নয়।’

খুব দ্রুতই এর সমাধান হবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের বিষয়টি বিজিএমইএসহ সরকারের সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ে আলোচনা করা হচ্ছে।’