খুলনায় বিএনপির ৮০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
খুলনা সদর থানার এস আই শাহীন কবির বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয়ের ৮০ জনকে আসামি করা হয়েছে।

প্রথম নিউজ, খুলনা: টেলিকমিউনিকেশন ভবন ধ্বংসের মাধ্যমে টেলিযোগাযোগ তথা তথ্য প্রযুক্তি ক্ষেত্রে ব্যাপক ক্ষতি সাধন ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক নাশকতার অভিযোগে খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পিসহ ৮০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে খুলনা সদর থানা পুলিশ।
রোববার (৪ ডিসেম্বর) রাতে খুলনা সদর থানার এস আই শাহীন কবির বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয়ের ৮০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বাদী খুলনা থানার এসআই মোহাম্মদ শাহিন কবির বলেন, ৩ ডিসেম্বর রাত ৯টা ৫৫মিনিটে আসামীরা বর্তমান সরকার উচ্ছেদ করার লক্ষ্যে টেলিকমিউনিকেশন ভবন ধ্বংসের মাধ্যমে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে ব্যাপক ক্ষতি সাধনসহ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক নাশকতা করার উদ্দেশ্যে সমবেত হয়। যা ১৯৭৪ সনের The Special Power Act 15 (3) 25- D The Explosive Substances Act, 1908 এর ৪ ধারার অপরাধ করেছে।
খুলনা সদর থানার ওসি হাসান আল মামুন জানান, ঘটনাস্থল থেকে ৩টি ককটেলসহ তিনজনকে আটক করা হয়। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews