এখন থেকে রাজপথে পাল্টা প্রতিরোধ: টুকু

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু।

এখন থেকে রাজপথে পাল্টা প্রতিরোধ: টুকু
বক্তব্য রাখেন জাতীয়তাবাদী বদলের সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু।

প্রথম নিউজ, খুলনা: জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, আমরা কোনো সংঘাত, সংঘর্ষ চাই না। রাজপথে গণতান্ত্রিক, সাংবিদানিক কর্মসূচি পালন করতে চাই। কিন্তু যদি বাধা দেওয়া হয়, হামলা করা হয়, কোনো নেতাকর্মীকে আহত করা হয়, রক্তাক্ত করা হয় তাহলে চুপ করে থাকবো না। পাল্টা প্রতিরোধ করা হবে। রাজপথেই তাদের মোকাবেলা করা হবে। 
আজ শুক্রবার খুলনা জেলা ও মহানগর যুবদলের কর্মী সভায় তিনি আরো বলেন, সরকার দেশ থেকে রাজনীতিকে নির্বাসনে পাঠাতে চায়। তারা আবারো ৭৫ এর মতো একদলীয় বাকশাল গঠন করতে চায়। এজন্য অত্যাচার করে নির্যাতন করে বিএনপিকে স্লব্ধ করতে চায়। কিন্তু বিএনপির নেতাকর্মীরা আর মার খাবে না। এবার জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে প্রতিরোধ গড়ে তুলবে।
টুকু বলেন, সারাদেশে বিএনপির শান্তপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগের যুবলীগ, ছাত্রলীগের পাশাপাশি তাদের পুলিশ বাহিনী দিয়ে হামলা করা হচ্ছে, গুলি করা হচ্ছে। কিন্তু এভাবে বেশিদিন চলতে দেওয়া যায় না। এর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে, মানুষের ভোটাধিকার, মানবাধিকার ফিরিয়ে আনতে, সরকারের নির্যাতনের টর্চার সেল ‘আয়না ঘর’ ভাঙ্গতে, দেশমাতা খালেদা জিয়াকে মুক্তি করতে, লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা থেকে মুক্তি পেতে, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ইস্পাত কঠিন ঐক্য গড়ে এই ফ্যাসিবাদী সরকারকে হটাতে হবে। 
যুবদলের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি মামুন হাসান বলেন, আমরা বিগত দিনে অনেক অত্যাচার সহ্য করেছি। অনেক নেতাকর্মীকে হারিয়েছি। অনেক নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছে। গণতন্ত্রের মা খালেদ জিয়াকে অন্যায়ভাবে বন্দি করে রাখা হয়েছে। তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে দেশে ফিরিয়ে আনার পথ রুদ্ধ করে রাখা হয়েছে। এই বন্দিশালাকে ভেঙ্গে ফেলতে হবে। আমাদের বিরুদ্ধে যত অন্যায় করা হয়েছে, দেশের মানুষের সঙ্গে যত অত্যাচার করা হয়েছে তার হিসেব নেওয়ার সময় এসেছে। এখন আমাদের দেশকে মুক্ত করতে, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে রক্ষা করতে, মানুষের ভাগ্য উন্নয়নে রাজপথে নামতে হবে। খুব শিগগির আন্দোলনের ডাক আসছে। সেই আন্দোলনে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে ঝাপিয়ে পড়তে হবে। 
অনুষ্ঠানে যুবদলের কেন্দ্রীয় সহ সভাপতি নুরুল ইসলাম নয়ন, সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নাসহ খুলনা জেলা ও মহানগর নেতারা বক্তব্য রাখেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom