বিএনপি নেতা আলাল অসুস্থ
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল অসুস্
প্রথম নিউজ, ডেস্ক: বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল অসুস্থ। চিকিৎসকদের পরামর্শে বর্তমানে তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন।
বুধবার (১৭ নভেম্বর) আলালের ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর হাওলাদার বলেন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বেশ কয়েকদিন ধরেই অসুস্থ। গত সোমবার পরীক্ষার পর তার কিডনিতে টিউমার ধরা পড়েছে।
তিনি বলেন, আলালের চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনের পরামর্শে মঙ্গলবার তার বায়োপসি করা হয়েছে। এ রিপোর্ট পাওয়ার পর চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: