খিলগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রথম নিউজ, ঢাকা : খিলগাঁও থানার গোরান এলাকায় অপু দাস নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর দেড়টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত অপু দাস (২৭) এইচআরএস নামে একটি সিকিউরিটি কোম্পানিতে চাকরি করতেন। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানা এলাকায়। সে গোরান এলাকার একটি বাসায় ব্যাচেলর থাকতো।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান।
তিনি বলেন, সকাল দশটার দিকে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। কী কারণে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে বিষয়টি এখনো জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।