খালে ভাসছিল হাত-পা বাঁধা নারীর মরদেহ

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে চরজব্বর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরপানা উল্যাহ গ্রামের ওই খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হালিমা ওই গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী।

 খালে ভাসছিল হাত-পা বাঁধা নারীর মরদেহ

প্রথম নিউজ, নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচরের মালেক খাল থেকে হালিমা বেগম (৪৭) নামের এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মাথায় ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে চরজব্বর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরপানা উল্যাহ গ্রামের ওই খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হালিমা ওই গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী।

স্থানীয়রা জানান, পাঁচ সন্তানের জননী হালিমা বেগম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় দীর্ঘ ১০-১২ বছর বাড়িতে একা বসবাস করতেন। বুধবার (১৭ জানুয়ারি) রাতে মাইজদী থেকে বাড়িতে এসেছিলেন। সকালে বাড়ির পাশে খালে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।

চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন মরদেহ উদ্ধারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আঘাতে চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ওই নারী। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।