খণ্ড খণ্ড মিছিল নিয়ে পদযাত্রায় আসছেন বিএনপি নেতাকর্মীরা

এসব মিছিল থেকে তত্ত্বাবধায়ক সরকারের দাবিসহ বর্তমান সরকারের পতন চেয়ে নানা স্লোগান দেওয়া হচ্ছে।

খণ্ড খণ্ড মিছিল নিয়ে পদযাত্রায় আসছেন বিএনপি নেতাকর্মীরা

প্রথম নিউজ, নোয়াখালী: নোয়াখালীতে বিএনপির পদযাত্রায় যোগ দিতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহীদ ভুলু স্টেডিয়ামে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসেবে বৃহত্তর নোয়াখালীর পাঁচটি জেলার নেতাকর্মীরা এ পদযাত্রায় অংশ নিচ্ছেন।

শুক্রবার (১৪ জুলাই) বিকেল ৩টায় পদযাত্রা কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই বিভিন্ন শাখার নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিলে আসতে শুরু করেন। এসব মিছিল থেকে তত্ত্বাবধায়ক সরকারের দাবিসহ বর্তমান সরকারের পতন চেয়ে নানা স্লোগান দেওয়া হচ্ছে।

যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন মোড়ে মোতায়ন রয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। সুবর্ণচর থেকে পদযাত্রায় অংশ নিতে আসা আলিম মিয়া নামে এক বিএনপি সমর্থক বলেন, পদযাত্রায় অংশগ্রহণ করতে সকাল সকাল চলে এসেছি। শেখ হাসিনা সরকারের পতন চাই। আমরা নির্দলীয় সরকার চাই। ভোটের অধিকার চাই।

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহানসহ কেন্দ্রীয় ও বিভাগীয় বিভিন্ন পর্যায়ের নেতারা পদযাত্রায় বক্তব্য রাখবেন।

পদযাত্রার সমন্বয়ক বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, অবৈধ সরকারের লুটপাটে সারা দেশে মানুষ ভোগান্তিতে পড়েছে। দ্রব্যমূল্য আজ নাগালের বাইরে। জনগণের নাভিশ্বাস উঠেছে, নিরাপত্তাও নেই। মানুষ চরম দিশেহারা। তাই আমরা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিএনপি ঘোষিত মেহনতি মানুষের পদযাত্রায় শামিল হতে উন্মুখ।

বিএনপি নেতা শিল্পপতি মো. ফখরুল ইসলাম বলেন, এটি দেশ বাঁচাতে মেহনতি মানুষের পদযাত্রা। শ্রমিক দল, কৃষক দল, তাঁতী দল, মৎস্যজীবী দল ও জাসাসের যৌথ উদ্যোগে পদযাত্রা হলেও এতে শ্রমজীবী মানুষের নবজাগরণ ঘটেছে। তারা বিভিন্ন পরিবহনে করে কিংবা হেঁটে শহীদ ভুলু স্টেডিয়ামে জড়ো হচ্ছেন।

নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান বলেন, এ পদযাত্রায় জেলা বিএনপির নেতাকর্মীরা সর্বাত্মক সহযোগিতা করছেন। আজকের পদযাত্রায় লাখো নেতাকর্মী উপস্থিত থাকবে। আমরা আশা করি, এটি জনস্রোতে পরিণত হবে।