কোয়ার্টার ফাইনাল খেলতে কাতারে ফিরছেন স্টার্লিং
প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক: নিজ বাড়িতে ডাকাতির ঘটনায় লন্ডন ফেরেন রাহিম স্টার্লিং। গুঞ্জন ছিল, বিশ্বকাপ খেলতে পুনরায় কাতার ফিরবেন না ইংলিশ উইঙ্গার। তবে শঙ্কা উড়িয়ে ইংল্যান্ড শিবিরে যোগ দিচ্ছেন স্টার্লিং। খবরটি দিয়েছে ইংলিশ গণমাধ্যম ‘দ্য সান’। গত ৪ই ডিসেম্বর শেষ ষোলোর ম্যাচে সেনেগালকে ৩-০ গোলে হারায় ইংল্যান্ড। ম্যাচের আগে ইংলিশ ফুটবলের বিবৃতিতে জানানো হয়, পারিবারিক কারণে রাউন্ড অব সিক্সটিনে খেলবেন না স্টার্লিং। ম্যাচের পরে ডাকাতির ঘটনা বর্ণনা করেন কোচ গ্যারেথ সাউথগেট। দ্য সানের প্রতিবেদনে বলা হয়, আগামী ১০ই ডিসেম্বর কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে ইংল্যান্ড। সে ম্যাচের আগেই ইংলিশ স্কোয়াডে যোগ দেবেন স্টার্লিং।
গত শনিবার রাতে রাহিম স্টার্লিংয়ের লন্ডনের বাড়িতে অস্ত্রধারী ডাকাত দল প্রবেশ করে। বাড়িতে স্টার্লিংয়ের মা এবং পরিবারের ক’জন সদস্য উপস্থিত ছিলেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, পরিবারের কারোর ক্ষতি হয়নি। তবে মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে চোরেরা। পুলিশ জানিয়েছে, স্টার্লিংয়ের বাড়ি থেকে ৩ লক্ষ পাউন্ড সমমূল্যের ঘড়ি এবং জুয়েলারি চুরি হয়েছে। ডাকাতির ঘটনায় পুলিশের তদন্ত জারি রয়েছে। স্থানীয় পুলিশের এক মুখপাত্র জানান, সন্দেহ বশত দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, ‘চুরির ঘটনায় সম্পৃক্ত থাকার সন্দেহে দুজনকে আমরা গ্রেপ্তার করেছি। তারা কাস্টাডিতে রয়েছে।’
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews