সমালোচকদের জবাব দিতে রোনালদোর পাশে দাঁড়ালেন বোনেরা
প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতিরক্ষায় এবার নামলেন পর্তুগিজ তারকার বোনেরা। তারা জানিয়েছেন ''আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি হল পর্তুগাল জাতীয় দল, তবে আমাদের ভাই আরও সম্মান পাওয়ার যোগ্য।'' মঙ্গলবার, সুইজারল্যান্ডের বিপক্ষে ক্রিশ্চিয়ানোর জায়গায় নামানো হয় গনসালো রামোসকে। যিনি তার জায়গায় এসে তিনটি গোল করেছেন। এরপর থেকেই ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্তন খেলোয়াড় যে সমালোচনার সম্মুখীন হচ্ছেন তার জবাব দিতে ময়দানে নামলেন তার বোন এলমা। মার্কার প্রতিবেদনে বলা হয়, এলমা ইনস্টাগ্রামে লিখেছেন, 'আমার ভাই বেঞ্চে ছিলো এবং এটি মোটেও খারাপ জিনিস নয়। অন্যদের খেলতে দেয়ারও সুযোগ দেয়া উচিত। আমি শুধু ভণ্ড কিছু লোককে মুখ বন্ধ রাখতে বলছি'। পর্তুগিজ ফরোয়ার্ডের বোন জাতীয় দলকে সমর্থন করার ওপর বার বার জোর দিয়েছেন। সেই সঙ্গে তিনি বলেছেন, ক্রিশ্চিয়ানো তার জন্য যা কিছু করেছে তা তিনি কখনই ভুলবেন না।
এলমা বলেছেন, ‘পর্তুগাল যাই খেলুক তাকে সমর্থন করুন। পর্তুগাল একটি দল, এটি শুধু রোনালদো নয়... দল, কোচ এবং বিশেষ করে রোনালদোকে সম্মান করুন। রোনালদো চিরন্তন , তিনি যা করেছেন এবং যা করবেন তার জন্য তাকে কখনই ভুলে যাবেন না’।
ভাইয়ের প্রতি সমর্থন প্রকাশ করেছেন রোনালদোর আরেক বোন কাতিয়া আভেইরো। কাতিয়া সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, পর্তুগাল জিতেছে। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। নতুন প্রতিভা জ্বলে উঠল। বিস্ময়কর। ... পর্তুগিজদের একটি বড় অংশের সমর্থনের কাছে এই ক্ষুদ্রতা কিছুই না। কিছু মানুষ অকৃতজ্ঞ হয়, তারা শুধুই অপমান করতে থাকে। আমি ভাইয়ের সম্পর্কে যা পড়ি এবং শুনি তাতে খুব খারাপ লাগে। এখানে কাতারে নয়, আমার দেশে । কাতিয়া চান তার ভাই একবার বাড়ি ফিরে এসে তাকে জড়িয়ে ধরে বলুক সব ঠিক আছে। তাদের পরিবার যে মানসিক কষ্ট পেয়েছে তা কখনোই ভুলতে পারবেন না তিনি। কাতিয়ার ভাইয়ের প্রতি একান্ত আবেদন- বাসায় ফিরে এসো । সেখানে সবাই তোমাকে বুঝবে, তারা তোমাকে আলিঙ্গন করে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews