কুড়িগ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
মৃতরা হলেন, ফারজানা আক্তার (২) ও লুফা মনি (৩)। তারা ওই গ্রামের মো. ফারুক হোসেন ও রাশেদুল ইসলামের মেয়ে।
প্রথম নিউজ, কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাটে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ঘড়িয়ালডাঙা ইউনিয়নের কিসমত গোবধা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন, ফারজানা আক্তার (২) ও লুফা মনি (৩)। তারা ওই গ্রামের মো. ফারুক হোসেন ও রাশেদুল ইসলামের মেয়ে।
পুলিশ ও পরিবার সূত্র জানায়, দুই শিশু বাড়ির উঠানে খেলছিল। কোনো এক সময় সবার অজান্তে বাড়ির সামনের পুকুরে ডুবে যায়। কোথাও না পেয়ে একপর্যায়ে বাড়ির সামনের পুকুরে গিয়ে এক শিশুর মরদেহ পানিতে ভেসে উঠতে দেখেন। পরে স্বজনরা তাদের উদ্ধার করেন।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় রাজারহাট থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।