সিল মারতে বাধা, প্রিজাইডিং অফিসারের নাক ফাটাল নৌকার সমর্থকরা
সাভারের বিরুলিয়ায় জাল ভোট ও সিল মারতে বাধা দেওয়ায় নজরুল ইসলাম নামের এক প্রিজাইডিং অফিসারকে ঘুষি দিয়ে নাক ফাটিয়ে দিয়েছে নৌকার সমর্থকরা
প্রথম নিউজ, সাভার : সাভারের বিরুলিয়ায় জাল ভোট ও সিল মারতে বাধা দেওয়ায় নজরুল ইসলাম নামের এক প্রিজাইডিং অফিসারকে ঘুষি দিয়ে নাক ফাটিয়ে দিয়েছে নৌকার সমর্থকরা। এ সময় সাময়িক ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত ছিল। আজ বুধবার (৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে সাভারের বিরুলিয়ার ভবানীপুর ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। এ সময় নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান সুজন তাঁর সমর্থকদের নিয়ে ওই কেন্দ্রে গেলে তাঁকে অবরুদ্ধ করে রাখেন স্থানীয় ভোটাররা। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৩টার দিকে নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী তাঁর কর্মী ইসরাফিলসহ সমর্থক নিয়ে ওই ভোটকেন্দ্রে প্রবেশ করেন। এ সময় তারা জোর করে সিল মারতে চাইলে প্রিজাইডিং অফিসার নজরুল ইসলাম বাধা দেন। তখন প্রিজাইডিং অফিসারের নাকে ও মাথায় ঘুষি মেরে রক্তাক্ত করে নৌকার সমর্থকরা। বিষয়টি জানাজানি হলে চেয়ারম্যানসহ তাঁর কর্মী-সমর্থককে অবরুদ্ধ করে রাখেন ভোটাররা। অবস্থা বেগতিক হলে জানালা ভেঙে তারা পালিয়ে যায়।
এ ব্যাপারে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কুদ্দুস বলেন, 'কেন্দ্রে ঝামেলার কথা শুনে আমি এসেছি। এখানে পরিস্থিতি অল্প সময়ের মধ্যে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছিল। আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব।' ইউনিয়নের রিটার্নিং অফিসার জিল্লুর রহমান রাশেদ বলেন, 'ওই কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আহত প্রিজাইডিং অফিসারকে আমরা চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যালে পাঠিয়েছি।'
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: