ক্ষমতা আর টাকা থাকলে কারোরই নিয়ম-কানুন মানার প্রয়োজন নেই -জিএম কাদের

ক্ষমতা আর টাকা থাকলে কারোরই নিয়ম-কানুন মানার প্রয়োজন নেই -জিএম কাদের

প্রথম নিউজ, ঢাকা : বিভিন্ন ধরনের দুর্ঘটনা এখন নিত্য-নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে, দেশের মানুষ এখন কোথাও নিরাপদে নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

তিনি বলেন, ‘সুশাসনের অভাব এই ধরনের ঘটনা ঘটছে। জবাবদিহি নেই কোনো স্তরে। দুর্নীতির বিস্তার হচ্ছে অপ্রতিরোধ্য গতিতে। কারোরই নিয়ম-কানুন মানার প্রয়োজন নেই, যদি ক্ষমতা বা অবৈধ অর্থের জোগান থাকে।’

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘দেশের অগ্নি নির্বাপণ ব্যবস্থা ভেঙে পড়েছে। প্রমাণ হয়েছে, অগ্নি নির্বাপণে বর্তমান সক্ষমতা একেবারেই অপ্রতুল। এতে প্রতিবছর শত শত মানুষের প্রাণ যাচ্ছে ভয়াবহ আগুনে। পুরো দেশটাই যেন অগ্নি ঝুঁকিতে। অগ্নিকাণ্ডের নির্মম বাস্তবতা থেকে জাতি মুক্তি চায়।’

তিনি বলেন, ‘শুধু অগ্নিকাণ্ডে প্রাণ ও সম্পত্তিহানি হচ্ছে তাই নয়। এদেশের মানুষ আজ কোথাও নিরাপদ নেই। দুর্ঘটনা এখন নিত্য-নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। ট্রেনে কাটা পড়ে মৃত্যু, লঞ্চ দুর্ঘটনায় পানিতে ডুবে মারা যাওয়া হরহামেশাই ঘটছে। সড়ক দুর্ঘটনার ফিরিস্তি ও এতে হতাহতের সংখ্যা প্রতিদিনই নতুন উচ্চতায় উঠছে। দুর্ঘটনা এখন স্বাভাবিক ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।’

কোনো ভালো কিছু ঘটলে তার কৃতিত্ব নেওয়ার ও দেওয়ার লোকের অভাব নেই জানিয়ে জাপা চেয়ারম্যান বলেন, ‘দুর্ঘটনার জন্য কেউই দায় নিতে চায় না। একে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে সময়ক্ষেপণ করা হয়। তাই, দুর্ঘটনা আবার স্বাভাবিক ঘটনা হিসেবে অন্য কোথাও ঘটতে শুরু করে।’