কৃষক দলের চারজনকে বহিষ্কার

 কৃষক দলের চারজনকে বহিষ্কার

প্রথম নিউজ, ঢাকা : দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে চারজনকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী কৃষক দল। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল—কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও কুষ্টিয়া জেলা কৃষকদলের সাবেক সভাপতি এস এম গোলাম কবির, কুষ্টিয়া জেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মোকাররম হোসেন মোকা এবং কুষ্টিয়া জেলা কৃষকদলের সাবেক সহ-সভাপতি ও কুষ্টিয়া পৌর কৃষকদলের সাবেক সভাপতি বাবলা আমিনকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল—কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।