কলকাতায় বিভূতিভূষণ স্মৃতি পদক পেলেন বাংলাদেশের উমর ফারুক

আজ সোমবার বিকেলে কলকাতার সল্টলেকে  রবীন্দ্র ওকাকুরা মঞ্চে তিনি এই পদকে ভূষিত হন।

কলকাতায় বিভূতিভূষণ স্মৃতি পদক পেলেন বাংলাদেশের উমর ফারুক
কবি উমর ফারুককে ক্রেস্ট ও মানপত্র তুলে দেন প্রখ্যাত কথাসাহিত্যিক রাজা ভট্টাচার্য

প্রথম নিউজ ডেস্ক: কলকাতায় বিভূতিভূষণ স্মৃতি পদক পেলেন বাংলাদেশের  কবি কথাসাহিত্যিক গীতিকার  সাংবাদিক ও সম্পাদক  উমর ফারুক। তাঁকে ক্রেস্ট ও মানপত্র তুলে দেন প্রখ্যাত কথাসাহিত্যিক রাজা ভট্টাচার্য।  ফুল হাতে তুলে দেন আর  উত্তরীয় পরিয়ে বরণ করে নেন কবি সুমিতা পাল ও কবি দিপেন্দু শেখর বন্দ্যপাধ্যায়।

আজ সোমবার বিকেলে কলকাতার সল্টলেকে  রবীন্দ্র ওকাকুরা মঞ্চে তিনি এই পদকে ভূষিত হন।  বিবেকবাহিনী ব্রতচারী সখা,বরাবাজার নিবেদিত, বিশ্ববাংলা সাহিত্য ও সংস্কৃতি সংসদ আয়োজিত ভারত - বাংলা সাহিত্য ও সংস্কৃতি উৎসব ২০২২ এর আয়োজন করা হয়।
বিশ্ববাংলা সাহিত্য ও সংস্কৃতি সংসদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কবি ও সম্পাদক উত্তম চক্রবর্তী,  ডহর সাহিত্য পত্রিকার সম্পাদক ও কবি সুমিত মহন্ত, কবি ও বাচিক শিল্পী পুষ্পিতা চট্টপাধ্যায়, বরাককণ্ঠ পত্রিকায় সম্পাদক সন্তোষ চন্দ্র,  সাবেক পুলিশ কমিশনার সুজয় কুমার চন্দ্র, আইনবিদ রজত ঘোষ, ও নৃত্যশিল্পী গৌতম সিংহ প্রমুখ। দিনব্যাপী অনুষ্ঠানে কবিতা আবৃত্তি গান ও নাচ পরিবেশন করা হয়।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom