তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন, ঠিক একইভাবে পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্রের কারণে বাংলাদেশের গণতন্ত্রের গতিকে প্রতিরোধ করা হয়েছে। শনিবার (৩১ মে) বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪ তম শাহাদৎ বার্ষিকীতে যুক্তরাজ্য বিএনপি'র খতমে কোরআন ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মানুষের অধিকার, রাজনৈতিক অধিকার, কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করতে গিয়ে বিএনপি এবং এর বাইরে বহু রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শহীদ হয়েছেন। আত্মহুতি দিয়েছেন। বহু হাজার, লাখো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। পঙ্গুত্ব বরণ করেছেন।
তিনি আরও বলেন, এক বছরও হয়নি আমরা যদি জুলাই-আগস্ট মাসের সেই দিনগুলোর কথা মনে করি তাহলে দেখতে পাব কী হারে পলাতক স্বৈারাচার ক্ষমতাকে ধরে রাখার জন্য কীভাবে মানুষকে হত্যা করেছে। কীভাবে বহু মানুষের দৃষ্টি কেড়ে নিয়েছে। কীভাবে মানুষ শারীরিকভাবে পঙ্গুত্ব বরণ করেছে। জাতিসংঘের হিসাব মোতাবেক ৬৬ জন শিশুকে হত্যা করেছিল তারা।
তারেক রহমান বলেন, আমি সকলের কাছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া চাইব, আমরা বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্টিত করার জন্য এই দেশকে স্বাধীন করার জন্য যেখানে যতমানুষ আত্মহুতি দিয়েছেন জীবনে, ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রত্যোকর জন্য আল্লাহর দরবারে দোয়া চাইব।