করজোরে ক্ষমা চেয়ে যা বললেন রূপঙ্কর

সদ্য প্রয়াত বলিউডের সংগীতশিল্পী কৃষ্ণকুমার কুন্দালের (কেকে) মৃত্যুর জন্য দায়ী করা হচ্ছে কলকাতার গায়ক রূপঙ্কর বাগচীকে

করজোরে ক্ষমা চেয়ে যা বললেন রূপঙ্কর
করজোরে ক্ষমা চেয়ে যা বললেন রূপঙ্কর-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : সদ্য প্রয়াত বলিউডের সংগীতশিল্পী কৃষ্ণকুমার কুন্দালের (কেকে) মৃত্যুর জন্য দায়ী করা হচ্ছে কলকাতার গায়ক রূপঙ্কর বাগচীকে।

এক মন্তব্যের কারণে তুমুল সমালোচনা ও কটাক্ষের মুখে পড়েন তিনি। এমনকি হত্যার হুমকিও পাচ্ছেন অনবরত।

এমন পরিস্থিতিতে কোণঠাসা হয়ে অবশেষে হাতজোড় করে ক্ষমা চাইলেন রূপঙ্কর।

নিজের ভুল স্বীকার করে প্রয়াত সংগীতশিল্পীর প্রতি কোনো বিদ্বেষ নেই জানিয়ে কেকের পরিবার ও ভক্ত-অনুরাগীদের কাছে ক্ষমা চান তিনি।

শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে গায়ক রূপঙ্কর বলেন, আমার কেকে সম্পর্কে ব্যক্তিগত কোনো বিদ্বেষ নেই। থাকার প্রশ্নও ওঠে না। আমি শুধু তার কনসার্ট নিয়ে তৈরি হওয়া উন্মাদনা লক্ষ্য করে বলতে চেয়েছিলাম, বাঙালি গায়কদের জন্য আপনারা একইরকম দরদ দেখান। ব্যক্তিগতভাবে গায়ক হিসেবে আমার কোনো হতাশা নেই। একজন প্রথিতযশা শিল্পী কলকাতার মঞ্চে গাইতে এসে যেভাবে প্রাণ হারালেন সেটা খুব হৃদয় বিদারক।

উল্লেখ্য, গত ৩০ মে রাতে কেকে’কে নিয়ে একটি ভিডিও পোস্ট করেন রূপঙ্কর।  যেখানে তাকে বলতে শোনা যায়,  ‘কেকে কে? কেকের চেয়েও ভালো গান করেন বাংলার বহু শিল্পী। যেমন— যেমন আমি, অনুপম, সোমলতা, ইমন, রাঘব, মনোময়, উজ্জ্বয়িনী, ক্যাকটাস, রূপম তারা সবাই কেকের থেকে ভালো গাই। বম্বে নিয়ে এত উত্তেজনা কেন? কতদিন বম্বের পেছনে ঘুরবেন? সাউথ ইন্ডিয়া, পাঞ্জাব, উড়িষ্যাকে দেখুন, বাঙালি হোন প্লিজ।’ 

তার এই মন্তব্যের কয়েক ঘণ্টা পর  নজরুল মঞ্চে অনুষ্ঠান চলাকালীন অসুস্থ হয়ে পড়েন কেকে। আকস্মিক মৃত্যু ঘটে এ শিল্পীর।

এরপর থেকের কেকের ভক্তদের তোপে মুখে পড়েন রূপঙ্কর। 

এ বিষয়ে সংবাদ সম্মেলনে রূপঙ্কর বলেন, আমার সংগীত জীবনে এইরকম বিভীষিকার মুখোমুখি হতে হবে কখনো ভাবিনি। উড়িষ্যায় বসে করা ভিডিও পোস্ট এমন পরিস্থিতি তৈরি করবে যা আমার গোটা পরিবারকে চরম দুর্ভাবনা এবং মানসিক নিপীড়নের মধ্যে ঠেলে দেবে। মুহূর্তের অসতর্কতা যে এমন গনগনে এবং মারমুখী আবেগ বয়ে আনবে কে জানত? শুধু বুঝিয়ে না বলতে পারার ফলেই এত সমালোচনা হয়েছে।

ওই বিতর্কিত ভিডিওতে বাংলার বেশ কয়েকজন সংগীতশিল্পীর নাম উল্লেখ করেছিলেন রূপঙ্কর। অনুমতি ছাড়া তা করা উচিত হয়নি বলে জানান রূপঙ্কর।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom