কুমিল্লায় ২ জনের মৃত্যুদণ্ড

কুমিল্লার চান্দিনা ও দেবিদ্বারে পৃথক দুটি ঘটনায় দুজনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। আসামিদের ২০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে

কুমিল্লায় ২ জনের মৃত্যুদণ্ড

প্রথম নিউজ, কুমিল্লা : কুমিল্লার চান্দিনা ও দেবিদ্বারে পৃথক দুটি ঘটনায় দুজনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। আসামিদের ২০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

মামলা দুটির রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. নুরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এই রায় দেন।


দণ্ডপ্রাপ্তরা হলো– চান্দিনা উপজেলার জরুন্ডা গ্রামের রমিজ উদ্দিনের ছেলে মো. রবিউল ওরফে রবিউল্লাহ এবং দেবিদ্বার উপজেলার নবীয়াবাদ ইউনিয়নের মৃত আবদুল গফুরের ছেলে আবদুল জলিল।


আইনজীবী নুরুল ইসলাম জানিয়েছেন, ২০১৫ সালে চান্দিনার জরুন্ডা গ্রামে ১১ বছর বয়সী মাসুদকে মাহফিল থেকে ডেকে নিয়ে যায় রবিউল। পরে পাশের মাছের প্রজেক্টের পাশের আলুর ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। এ বিষয়ে বাসায় জানাবে বললে মাসুদের পরনের লুঙ্গি গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে রবিউল। পরে তার বাবা ও আত্মীয়স্বজন আলুর ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করে।

অপরদিকে, ২০০৯ সালের অপর মামলায় চান্দিনার সুহিলপুর ইউনিয়নের নূরপুর এলাকার মুজিবুর রহমানের বাড়িতে কয়েকজন ডাকাত ঢোকে। মুজিব ডাকাতদের দেখে চিৎকার করলে পরিবারের সদস্যরা ধাওয়া করেন। এক পর্যায়ে মুজিব ডাকাত দলের সদস্য জলিলকে ধাওয়া করে বাড়ির পাশের খালে পেছন থেকে ঝাপটে ধরে। এ সময় জলিল মুজিবকে ছুরিকাঘাত করে। খালের পানি থেকে উঠিয়ে বাড়ি আনার পর সে মারা যায়।


রায় শুনানির সময় আসামি রবিউল আদালতে উপস্থিত ছিল। অপর আসামি জলিল অনুপস্থিত ছিল।