কামরাঙ্গীরচরে ডাম্বেলের আঘাতে যুবক নিহত

কামরাঙ্গীরচরে ডাম্বেলের আঘাতে যুবক নিহত
কামরাঙ্গীরচরে ডাম্বেলের আঘাতে যুবক নিহত

প্রথম নিউজ, ঢাকা : কামরাঙ্গীরচরের ঝাউলাহাটি চৌরাস্তা এলাকায় বন্ধুর ডাম্বেলের আঘাতে মো. হাসান (২০) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় ইমন নামে একজনকে আটক করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ।

রোববার (১২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা আনোয়ার। তিনি ঢাকা পোস্টকে বলেন, হাসান ও ইমন কামরাঙ্গীরচরে একটি কারখানায় কাজ করত। কাজ করার সময় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ডাম্বেল দিয়ে হাসানের মাথায় আঘাত করে ইমন। এতে ঘটনাস্থলেই হাসানের মৃত্যু হয়। এ ঘটনায় ইমনকে আমরা আটক করেছি।

তিনি জানান, মরদেহটি এখনো ঘটনাস্থলেই আছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: