কীটনাশক ট্যাবলেট খেয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বৃহস্পতিবার দুপুরে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়

কীটনাশক ট্যাবলেট খেয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
কীটনাশক ট্যাবলেট খেয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রথম নিউজ, পটুয়াখালী : পটুয়াখালীর কলাপাড়ায় পোকা মারার কীটনাশক ট্যাবলেট খেয়ে তানিয়া (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। তানিয়া কলাপাড়ার ধুলাসার আলহাজ জালাল উদ্দিন ডিগ্রি কলেজের মানবিক বিভাগ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। কলাপাড়া থানার এসআই জিয়াউল ইসলাম জানান, তানিয়া ধুলাসার ইউনিয়নের নয়াকাটা গ্রামের মাহাতাব চৌকিদারের মেয়ে। গত বুধবার রাতে সে তার বাবার কাছে কলেজে দেওয়ার জন্য দুই হাজার টাকা চায়। তার বাবা এ টাকা দিতে অপারগতা প্রকাশ করায় বৃহস্পতিবার সকালে ঘরে রাখা কীটনাশক ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে। এর পর সে দৌড়ে পার্শ্ববর্তী দাদার বাড়ি গিয়ে এ কীটনাশক ওষুধ খাওয়ার কথা জানায়। বেলা ১১টার দিকে তাকে আশঙ্কাজনক অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হলে দুপুর পৌনে ১২টার দিকে চিকিৎসাধীন  তার মৃত্যু হয়।  পরে কলাপাড়া থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।

কলাপাড়া হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. জে এইচ খান লেলিন জানান, ওই শিক্ষার্থী এক ধরনের পোকা নিধন ও ঘাস ধ্বংস করার ট্যাবলেট সেবন করেছেন বলে পরিবারের সদস্যরা তাদের জানিয়েছেন। এ ট্যাবলেট মানবদেহে প্রবেশ করলে কিডনি ও রক্তনালি ক্ষতিগ্রস্ত হয়ে মানুষ মারা যায়। আলহাজ জালাল উদ্দিন ডিগ্রি কলেজের প্রভাষক সনাতন বিশ্বাস জানান, নিহত তানিয়ার এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। তবে সে কেন কলেজের কথা বলে বাবার কাছে টাকা চেয়েছেন তা জানেন না। কলেজ শিক্ষার্থীদের কোনো ধরনের ফি নির্ধারণ করা হয়নি বলে জানান তিনি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom