পুকুর খননকালে সিংড়ায় ৬০ কেজি ওজনের প্রাচীন মূর্তি উদ্ধার

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার রামানন্দ খাজুরিয়া ইউনিয়নের বেলতা গ্রামের একটি সরকারি পুকুর সংস্কারের সময় মূর্তিটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয় জনতা

পুকুর খননকালে সিংড়ায় ৬০ কেজি ওজনের প্রাচীন মূর্তি উদ্ধার
পুকুর খননকালে সিংড়ায় ৬০ কেজি ওজনের প্রাচীন মূর্তি উদ্ধার

প্রথম নিউজ, নাটোর : পুকুর সংস্কারকালে নাটোরের সিংড়ায় প্রায় ৬০ কেজি ওজনের একটি প্রাচীন মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার রামানন্দ খাজুরিয়া ইউনিয়নের বেলতা গ্রামের একটি সরকারি পুকুর সংস্কারের সময় মূর্তিটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয় জনতা। পরে পুলিশ মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জাকির হোসেন বলেন, বেলতা গ্রামের সরকারি ঘুষিপুকুর সংস্কারের সময় মূর্তিটি পাওয়া গেছে। পরে সেটি থানায় নিয়ে যাওয়া হয়। 

সিংড়া থানার ওসি নুর-এ-আলম সিদ্দিকী মূর্তিটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রামের লোকজনের ভাষ্যমতে মূর্তিটি বিষ্ণুমূর্তি হতে পারে। এর ওজন ৫৯ কেজি ৭০০ গ্রাম।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom